চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্দ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান আলোচক ছিলেন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব আল্লামা শাহ্সুফি কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাসেমী (ম.জি.আ), অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দৌলা, বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, চাটগাঁ ডাইজেস্ট সম্পাদক সাংবাদিক সিরাজুল করিম মানিক, সিনিয়র সাংবাদিক জাফর হায়দার, সোসাইটির মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছরোয়ার কবির চৌধুরী, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মামুন আলম প্রমুখ। আলোচনায় অংশ নেন মসজিদের খতিব ক্বারী মাওলানা শেখ মোহাম্মদ ইমরান হুসাইন ক্বাদেরী, পেশ ইমাম হাফেজ মাওলানা নিজাম উদ্দীন আল-কাদেরী, নায়েবে ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি শাহাদাত হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক অধ্যাপক জিবরান আলম, অর্থ সম্পাদক ইরফান রেজা খান, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপ-কমিটির সদস্য সাংবাদিক সৈয়দ গোলাম নবী, অধ্যাপক হাসানুল করিম, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ আলমগীর সিকদার, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ তারেক ইমাম, মোহাম্মদ জিয়াউল করিম (সাগর), মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আল আমিন হোসাইন প্রমুখ। প্রধান অতিথি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন কনফারেন্সে তার বক্তব্যে বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) মানব জাতির জন্য শান্তি, কল্যাণ ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। অন্ধকারযুগে তিনি আশার আলো দেখিয়েছেন। পৃথিবীতে তার আগমনের পূর্বেই তাঁর নাম ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লেখা ছিল। যা প্রমাণ করে আল্লাহ তায়ালা তাঁকে সর্বশেষ্ঠ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। মাহফিল শেষে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালিন কল্যাণ, পরকালীন মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।