বিদেশ থেকে বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকার কর্তৃক সিআইপি মর্যদা পাওয়ায় ইয়াছিন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে রাউজান প্রেসক্লাব। মঙ্গলবার (০৪ জানুয়ারি) রাউজানের প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত বিনোদন কেন্দ্র গিরিছায়ার হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,ইউএনও আবদুস সামাদ সিকদার,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাবেক সভাপতি প্রদীপ শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম বেলাল উদ্দিন,সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ,সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা,সহ-সভাপতি শাহেদুর রহমান মোরশেদ,রমজান আলী,জিয়াউর রহমান,সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী,দপ্তর সম্পাদক রমজান আলী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক দিলু বড়–য়া জয়িতা,সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন,সদস্য রায়হান ইসলাম,রতন বড়ুয়া প্রমূখ।প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন,ইয়াছিন চৌধুরী দেশের সম্পদ ও রাউজানের গর্ব।অতীতের ন্যায় আগামীতেও সমাজ সেবায় অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবেন তিনি। তিনি প্রবাসে দেশের সুনাম অক্ষুন্ন রাখতে প্রবাসী এই রেমিট্যান্স যোদ্ধা সহ সকল প্রবাসীদের ভূমিকা রাখার আহবান জানান।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।