আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী মরহুমা সৈয়দা রওশন আরা বেগমের বার্ষিক ফাতেহা শরীফে তশরীফ আনেন আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)।তিনি গতকাল সৈয়দা রওশন আরা বেগমের কবর জিয়ারত করে বিশ্বের মুসলিম উম্মাহ ও দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন। এর আগের দিন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান ঢেউয়া হাজীপাড়া শাখার ব্যাবস্থাপনায় মহান ১০ই মাঘ হুজুর গাউছুল আজম শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.)এর ১১৮ তম পবিত্র ওরশ শরীফ ও মরহুম আলহাজ্ব এম এ বাকী,আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী মরহুমা সৈয়দা রওশন আরা বেগম এবং মুরব্বিদের ইছালে ছাওয়াব উপলক্ষে তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ ও জিকিরে সেমা মাহফিল অনুষ্টিত হয়। মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান ঢেউয়া হাজীপাড়া শাখার সভাপতি মো: শাহেদ হাসানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি রাউজান ঢেউয়া হাজীপাড়া শাখার উপদেষ্টা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ এর কার্ডিওলোজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা: মো: মঞ্জুর মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি রাউজান ঢেউয়া হাজীপাড়া শাখার উপদেষ্টা ড. মো: হুমায়ুন মোর্শেদ। তকরির করেন মাওলানা মহিম উদ্দিন, মাওলানা জামাল উদ্দিন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।