বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার উজ্জ্বল নক্ষত্র গাউসুল আযম বিল বিরাসত হযরত মাওলানা শাহসুফি সৈয়দ গোলামুর রহমান (ক.) প্রকাশ বাবা ভাণ্ডারীর খোশরোজ শরিফ ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ওরশ-পরবর্তী চাহরাম শরিফ ১৪ অক্টোবর শুক্রবার মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মঞ্জিলে উদ্যাপিত হয়। বাদ জুমা হাজারো ভক্তের বায়াত গ্রহণ, বাদ আসর পবিত্র রওজা শরিফে মিলাদ কিয়াম এবং ফলার ফাতেহার পরে দেশ-জাতি ও বিশ্ববাসীর কল্যাণ কামনা করে এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত কামনা করে মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীল রাহবারে আলম, আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। আগত হাজার হাজার ভক্ত অনুরক্তদের সাক্ষাৎ প্রদানের মাধ্যমে চারদিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।