রাউজানের হলদিয়া ইউনিয়ন ও ডাবুয়া ইউনিয়নে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়েছে।৩০ ডিসেম্বর শুক্রবার বিকালে হলদিয়া ২ হাজার পিস ও ডাবুয়া ইউনিয়নে ১ হাজার পিস কীটনাশকযুক্ত মশারী সাধারন মানুষের মধ্যে বিতরণ করেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। জানা যায়, ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগ রক্ষা এই কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়। হযরত এয়াসিন শাহ কলেজ মাঠে মশারী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্ল্হা আল হারুণ, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুনু ভট্টচার্য্য, রাউজান উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, আওয়ামী লীগ নেতা মাহবুল আলম, ইউপি মেম্বার সরোয়ার উদ্দিন, তৈয়ব, মোহাম্মদ আলী, সবুজ বড়–য়া, শামশুল আলম, নুরুল আলম নুরু, ফিরোজ আহম্মদ, যুবলীগ নেতা হাসান মুরাদ রাজু,মনসুর আলম প্রমুখ। পরে সাংসদ ডাবুয়া ইউনিয়ন পরিষদ মাঠে ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুউদ্দিন চৌধুরী সাবুর সঞ্চলনায় অপর এক অনুষ্ঠানে মশারী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, মেম্বার জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, আজগর হোসেন টিপু,মিটু শীল, নাজিম উদ্দিন, আসাদ হোসেন, আজাদ সিকদার,ওবাইদুল হক চৌধুরী, যুবলীগ নেতা সাবের উদ্দিন,ছাত্রলীগ নেতা মোরশেদুল আলম, সাজ্জাদ মাহমুদ প্রমুখ।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।