নেজাম উদ্দিন রানা:
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে সাত হাজার মিটার ঘেরাজাল জব্দ করেছে রাউজান উপজেলা প্রশাসন।২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১.৩০ ঘটিকা হতে ৫ টা পর্যন্ত রাউজানের উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ এর নেতৃত্বে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম, বোয়ালখালীর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাঈম হোসেন,নৌ পুলিশের এএসআই রমজান আলী সঙ্গীয় ফোর্স ও হালদা পাহারাদারদের সহযোগিতায় পরিচালিত অভিযানে হালদা নদীর ছাত্তারঘাট এলাকা হতে কালুরঘাট ব্রিজ পর্যন্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে ০৩ জন অবৈধ মৎস্য শিকারীসহ প্রায় ৭০০০ মিটার ভাসাজাল জব্দ করা হয় এবং তিনজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পনেরশত টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়।অভিযানের বিষয়ে জানতে চাইলে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম জানান, হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্রের সুরক্ষা ও সংরক্ষণে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। নদীর জীববৈচিত্র্য রক্ষায় অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।