নেজাম উদ্দিন রানা:
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে ৩১০০ মিটার চরঘেরা জাল আটক করা হয়। ২৮ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ৮.৩০ হতে ৩.৩০ পর্যন্ত হালদা নদীর বিভিন্ন অংশে অভিযানে নেতৃত্ব দেন রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো:তোফাজ্জল হোসেন ফাহিম। অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশ রামদাশহাট ফাঁড়ির ইনচার্জ, উপ পরিদর্শক রমজান আলীসহ সঙ্গীয় টিম ও হালদা পাহারাদাররা। ২৯ আগস্ট শুক্রবার সকালে অভিযানে জব্দকৃত ৩১০০ মিটার চরঘেরা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।জাল বিনষ্টকরণের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, হালদা রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ড. মঞ্জুরুল কিবরিয়া,রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন ফাহিম সহ নৌপুলিশের উপ-পরিদর্শক রমজান আলী,পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ ও হালদার পাহারাদারগণ। হালদা নদীতে অভিযানের বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম জানান,হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্রের সুরক্ষা ও সংরক্ষণে মৎস্য অধিদপ্তর সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এবং অভিযান নিয়মিত ভাবে চলমান থাকবে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।