সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রামের রাউজান পৌরসভায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর শনিবার দুপুর ১২ ঘটিকায় রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ। টেলিকনফারেন্সে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। মতবিনিময় সভায় রাউজান পৌরসভার আওতাধীন ৫৮টি পূজা উদযাপন কমিটির সভাপতি -সাধারণ সম্পাদক অংশ নেন। পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, সাংবাদিক প্রদীপ শীল, অশোক পালিত, তপন দে, পৌর পূজা উদযাপন পরিষদেও সভাপতি সাজু পালিত সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, পূজা পরিষদ নেতা জিকু দত্ত, ধীলন মুহুরী, উজ্জল দে, অনিক দাশ গুপ্ত প্রমুখ। সভায় পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ আসন্ন দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো অশুভ শক্তি মাথাচাড়া দিতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। তিনি পৌর এলাকার ৫৮টি পূজা মন্ডপে পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদান ও মন্ডপ প্রাঙ্গনে রাতে নিরাপত্তার দায়িত্বে নৈশ প্রহরী নিয়োগ প্রদানের ঘোষনা দেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।