1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াজিষপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন রাউজানে হক কমিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রাউজানে অস্ত্র ও ধারালো ছোড়াসহ যুবক গ্রেপ্তার ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’’শ্লোগানে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন রাউজানের পশ্চিম গুজরায় শ্যামাচরণ সড়কের উন্নয়নকাজে এলাকাবাসীর স্বস্তি রাজনীতি:সংকট ও আশার প্রতিচ্ছবি গোলাম আকবর খোন্দকারঃ সাফায়েত হোসেন রাকিব। সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর স্মরণে মিলাদ মাহফিল  গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে নোয়াজিষপুর মহিলা দলের মতবিনিময় সভা  মিথ্যা মামলার প্রতিবাদে সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজমের সংবাদ সম্মেলন

অর্থ আত্মসাৎ প্রতারণায় পলাতক রৌশন আলী অবশেষে কারাগারে।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩২২ বার পড়া হয়েছে

অর্থ আত্মসাৎ এর প্রতারণার মামলার আসামী রৌশন আলী দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আদালতে কারাবরণ করেছেন। কয়েক ব্যবসায়ীর সাথে প্রতারণা করে টাকা মেরে দিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আসামী রৌশন আলী।
প্রতারণার শিকার চকবাজার থানাধীন ডিসিরোড শিশু কবরস্থান এলাকার বাসিন্দা মফিজুর রহমানের দায়েরকৃত ফৌজদারি সি.আর. (১১/২০২২) ও ৪০৬/৪২০/৫০৬ ধারা দন্ড বিধির মামলায় গত ২৭ জুলাই ২০২২ইং তারিখে হাজিরা দিতে গেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

মামলা সূত্রে জানা যায়, ঢাকার উত্তরায় বসবাসকারী নুর আলম ব্রাদার্স নামক প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মোঃ রৌশন আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার,ফতেহপুর গ্রামের বাসিন্দা মৃত সাহেব আলীর পুত্র এবং মামলার বাদী মফিজুর রহমানের ১ কোটি ৭৩ লাখ টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ওইদিন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করলে আদালত তার আবেদন খারিজ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ইতোমধ্যে ভুক্তভোগী মফিজুর রহমান পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রতারক রৌশন আলীর সাথে কোনোরূপ ব্যবসায়ীক লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করেছেন।

মামলার বাদী ভুক্তভোগী মফিজুর রহমান জানান, “কুমিল্লা ইপিজেডের আর.এন.স্পিনিং মিলটি আগুনে পুড়ে গেলে মিলের মেশিনারিজ, লোহা, কাস্টারডসহ যাবতীয় সামগ্রী টেন্ডারের মাধ্যমে আসামী রৌশন আলীর মালিকানাধীন নুর আলম এন্ড ব্রাদার্স মালামাল ক্রয়ের কার্যাদেশ পান। রৌশন আলী উক্ত মালামাল বিক্রির কথা জানালে আমি কাগজপত্র দেখে উত্তরায় তার অফিসে বসে ১২ কোটি টাকায় ক্রয়ের জন্য ২০২০ সালের ৩০ জুলাই চুক্তিবদ্ধ হই। চুক্তি মোতাবেক আমি তাকে তিন/চার কিস্তিতে ১ কোটি ৭৩ লক্ষ টাকা পরিশোধ করি। বাকী টাকা ডেলিভারি চলাকালীন সময়ে ধাপে ধাপে পরিশোধের সিন্ধান্ত হয়। কিন্তু টাকা পাওয়ার পর থেকে নানা টালবাহানা শুরু করে রৌশন আলী একসময় আমার ফোন ধরা বন্ধ এবং সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। অথচ আমার সাথে ৩০টাকা ধরে চুক্তিবদ্ধ হওয়া মালামাল সে অন্যজনের নিকট ৫০টাকা দরে বেশি দামে বিক্রয় করে দেয়। গত তিন বছর ধরে থাকে খুঁজে না পেয়ে অবশেষে আইনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে দায়েরকৃত সি.আর মামলা (১১/২০২২) এর ১নং সাক্ষী আবু তৈয়ব বলেন, আমার উপস্থিতিতে রৌশন আলীর সাথে মফিজুর রহমানের চুক্তি সম্পন্ন হয়েছে। টাকা পরিশোধ, মালের দরদামসহ যাবতীয় সবকিছুতে উভয়েই আমাকে সাক্ষী মেনেছিলেন। কিন্তু রৌশন আলী এভাবে প্রতারণা করবেন সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমি চাই বিষয়টার একটা শান্তিপূর্ণ সমাধান অন্যথায় এ প্রতারকের যথাযথ শাস্তি নিশ্চিত হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট