পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আজিজুর রহমান ফাউন্ডেশন। ৯ মার্চ শনিবার বিকালে রাউজান পৌর সদরের হাজী পাড়ায় ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান ইকবাল। প্রধান অতিথি ফজলে করিম চৌধুরী বলেন, আজিজুর রহমান ফাউন্ডেশন মানবতার আলোক দিশারি। মানুষ মানুষের জন্য। মানুষের জন্য কিছু করাই মানবতা। সেজন্য বড় মনের অধিকারী হতে হয়। টাকা অনেকের আছে, তবে সবার দান করার মন মানষিকতা থাকে না। রাউজানে আজিজুর রহমান ফাউন্ডেশন উদার মনমানষিকতায় সমাজে ফিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্টির সহায়ক শক্তি। এ ফাউন্ডেশানের মতো সমাজের বিত্তশালীরা দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে এলে মানুষের দারিদ্রতার কষ্ট লাগব হবে। তিনি পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে প্রশাসনকে বাজার নজরদারি বাড়ানোর তাগিদ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ওসি জাহিদ হোসেন, আওয়ামী লীগ নেতা কামরুল হোসেন বাহাদুর, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত, জসিম উদ্দিন চৌধুরী, জানে আলম জনি, আলমগীর আলী, ইউপি চেয়ারম্যান বি এম জসিম হিরু, আওয়ামীলীগ নেতা সুমন দে, হাসান মোহাম্মদ রাসেল, আব্দুল লতিফ, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, আবু ছালেক, মোহাম্মদ বাবর, নুরুল আমিন প্রমুখ। আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাজান ইকবাল জানান, প্রতি বছরের ন্যায় প্রায় ৫ হাজার দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড় বছরে চারবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে প্রায় ৫০ হাজার মানুষকে সহায়তা করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।
Leave a Reply