আটাব ২০২১-২৩ নির্বাচনী আপিড বোর্ডের সদস্য হলেন কাইয়ুম
এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর ২০২১-২৩ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়েছে।
আসন্ন এ নির্বাচন পরিচালনার জন্য সম্প্রতি আটাব কার্যনির্বাহী পরিষদের ১২তম সভায় উপস্থিত সকল সদস্যদের সমন্বয়ে পৃথক দুটি বোর্ড গঠন করা হয়।
এতে আগামী ২০২১-২০২৩ নির্বাচনী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন আকাবা ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপনা অংশীদার এম আব্দুল কাইয়ুম। অপর সদস্য হলেন রিয়াল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা অংশীদার মোহাম্মদ বখতিয়ার কামাল চৌধুরী।
তাছাড়া তিন সদস্যের গঠিত নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন এয়ার টার্চ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা ইয়াকুব শরাফতী।
অন্যদিকে একই সভায় গঠিত আপীল বোর্ড ২০২১-২৩ এ ভার্সেটাইল ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন স্বপনকে চেয়ারম্যান নির্বাচন করা হয়।
আপীল বোর্ডে সদস্য করা হয় নিউ এন কে ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্ত্বাধীকারী এস এম আব্দুল করিম ও জোনাকি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল বারীকে।
এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর প্যাডে সংগঠনটির মহাসচিব মো. মাজহারুল এইচ ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
Leave a Reply