রাউজান উরকিরচর ইউনিয়নের প্রাচীন বিদ্যাপীঠ আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, আমি শিক্ষার গুনগত মান রক্ষা করতে চাই। এই লক্ষ্য অর্জনে শিক্ষকদের সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। ১৩ জানুয়ারি শুক্রবার তিনি বিদ্যালয়টির প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান সংম্বর্ধনা প্রদান করা হয় বিদ্যালয়ের ১৩জন কৃতি সন্তানকে। তাদের মধ্যে আছেন একুশে পদকপ্রাপ্ত দুই কৃতি সন্তান ড. প্রণব কুমার বড়–য়া ও অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. প্রণব কুমার বড়ুয়া। উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও রূপায়ন বড়ুয়া কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিবেদন পাঠ করেন সদস্য সচিব অঞ্চল কুমার তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একুশে পদকে ভুষিত অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়িয়া, বীর মুক্তিযোদ্ধা ক্রীড়া সংগঠক দিদারুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, স্থানীয় চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ত্রিদীপ বড়ুয়া,প্রধান শিক্ষক অনুপ কুমার মহাজন, চিত্রারাণী দে প্রমুখ।
Leave a Reply