1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নতুন কমিটিকে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির তালুকদারের অভিনন্দন শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন রাউজানের উরকিরচরে শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  রাউজান প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ নির্বাচিত কমিটিকে জামায়াতের অভিনন্দন রাউজানে ৭০৫–মেসার্স রুস্তম ব্রিকসে কাঠ পোড়ানোর মহোৎসব, উজাড় হচ্ছে বনজ সম্পদ ওমান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন রাউজানে সাবেক যুবদল নেতা ও গিয়াস কাদের অনুসারীকে গুলি হত্যাঃ সড়কে অবরোধ করে বিক্ষোভ রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে;সভাপতি প্রদীপ শীল,সম্পাদক নেজাম উদ্দিন রানা।

আমিরাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

প্রিয় রাসূলুল্লাহ (দ.) এর মুহাব্বত একজন মুমিনের ঈমানী মূলধন। রাসূলে পাক (দ.) কে আপন প্রাণের চেয়েও অধিক মুহাব্বত করতে না পারলে কেউ পূর্ণ ঈমানদার হতে পারে না। একবিংশ শতাব্দীতে এসে প্রিয় নবীজিকে নিজের প্রাণের চেয়েও অধিক ভালবাসার বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু।
গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনরাত ব্যাপি আমিরাতের ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখাসমূহের উদ্যোগে খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা,খলিফায়ে রাসূল (দ.), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর বেছাল শরীফ স্মরণে সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু ও এ দরবারের মহিয়সী রমণী, জামানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী আলহাজ্বা রুহানী আম্মাজান (রাহ.) এর সালানা ওফাত শরীফ স্মরণে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।দুবাই কমিউনিটির জনপ্রিয় প্রবীণ ব্যক্তিত্ব ও সাংগঠনিক তদারক পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ হারুন এম.আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, মাওলানা জাফর আহমদ, মাওলানা সেকান্দর বারী ও মাওলানা মুহাম্মদ মুজিবুল করিম সায়মন সহ আরও অনেকে।মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও সালতানাত অব ওমানের শাখা সমূহের তরিক্বতপন্থিরাও আমিরাতে অনুষ্ঠিত এ মাহফিলে ভার্চুয়ালী যুক্ত ছিলেন। মিলাদ ও কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট