সৌদ্দি আরবস্থ জেদ্দা সিটি আওয়ামী লীগের সাবেক সভাপতি হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা আলহাজ¦ দিদারুল আলম গুন্নু গুরুতর অসুস্থ হয়ে নগরীর একটি বেসরকার হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল ২ জুলাই আওয়ামী লীগ নেতা দিদারুল আলমের সুস্থতা কামনায় রাউজানের হলদিয়া ইউনিয়নের উত্তরসর্তা গ্রামে ও নগরীর একটি মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিজ গ্রামে অনুষ্ঠিত দোয়া মাহফিলে স্থানীয় লোকজন অংশ নিয়ে গরীবের বন্ধুখ্যাত দিদারুল আলমের দ্রুত আরোগ্য কামনা করেন দোয়া মাহফিলে। দিদারুল আলমের বড় সন্তান যুবলীগ নেতা ওমর ফারুক বীন দিদার বলেন, গত সাপ্তাহে সংযুক্ত আরব আমিরাত থেকে আমার বাবা দেশে আসেন। গত শনিবার বাবা বাসায় বুকে ব্যথা অনুভব করলে ডাক্তারের পরামর্শে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তাররা নির্বির পর্যবেক্ষণে রেখে উন্নত চিকিৎসা দিচ্ছেন। অপরদিকে অসুস্থ দিদারুল আলম নিজের সুস্থতা কামনায় আল্লাহ দরবারে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সুস্থ হয়ে অতীতের মতো মানবিক কাজ করার পূঃন ব্যর্থ করেছেন। উল্লেখ্য, সাবেক তুখোড় ছাত্রনেতা আলহাজ¦ দিদারুল আলম গুন্নু এলাকায় গরীবেব বন্ধু হিসাবে পরিচিত। এলাকার উন্নয়নে ও এলাকার মানুষের কল্যাণে তিনি নিবেদিত প্রাণ পুরুষ। বঙ্গবন্ধুর আর্শের প্রতি অবিচল থেকে ছাত্রলীগের রাজনীতির মধ্যেদিয়ে কাজ শুরু করেন তিনি। ৮০ দশকে সৌদ্দি আরব গিয়ে শুরু করেন হালাল ও বৈধ ব্যবসা। সেখানে ব্যবসা বানিজ্যের পাশাপাশি জড়িত হন আওয়ামীলীগের রাজনীতিতে। পাশাপাশি বাংলাদেশী কমিউনিটিদের মধ্যে তিনি জনপ্রিয় হয়ে উঠেন। প্রবাসীদের সুখ-দুঃখে তিনি আপন মহিমায় পাশে থাকতেন। একই সাথে জাতীয় নেতাদেরও আস্থা অর্জন করেন এ নেতা। বর্তমান প্রধানমন্ত্রীসহ জাতীয় নেতৃবৃন্দের সাথে হজ¦ ব্রত পালন করার সুযোন হয়। হয়ে উঠেন আওয়ামী লীগের বিশ^াস যোগ্য ও আস্থার প্রতিক হিসাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেতৃবৃন্দের সান্নিধ্য লাভ করা দায়িত্ব দেওয়া হয় সৌদ্দি আরব আওয়ামীলীগের সভাপতির। এছাড়া নিজ জম্মস্থান হলদিয়া ইউনিয়নে মানবিক কল্যাণে গত দুইযুগ ধরে কাজ করছেন তিনি।
Leave a Reply