1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
এখলাসে রাঙানো ঐতিহাসিক মিলনমেলা সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা.)—মাননীয় মোর্শেদে আজম (মা. জি. আ.)। পবিত্র শবে মেরাজ আজ রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নতুন কমিটিকে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির তালুকদারের অভিনন্দন শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন রাউজানের উরকিরচরে শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  রাউজান প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ নির্বাচিত কমিটিকে জামায়াতের অভিনন্দন রাউজানে ৭০৫–মেসার্স রুস্তম ব্রিকসে কাঠ পোড়ানোর মহোৎসব, উজাড় হচ্ছে বনজ সম্পদ ওমান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন

আহলে বায়তে রাসুল (স.)কে স্মরন করার নামই হচ্ছে ঈমান:অধ্যাপক আল্লামা ওবাইদুন নাসের নঈমি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

রাউজান গর্জনীয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবি অধ্যাপক আল্লামা ওবাইদুন নাসের নঈমী (মা.জি.আ) বলেছেন আহলে বায়তে রাসুল (স.)কে তাজিমের সাথে স্মরন করার নামই হচ্ছে ঈমান।৬১ হিজরীর মোহররম মাসে হৃদয়বিদারক একটি ঘটনা শাহাদাতে হুসাইন (রাঃ)।বলাবাহুল্য যে,উম্মতের জন্য ইমামে হোসাইন(রঃ) শাহাদৎ সহজ কথা নয়। তিনি (১৫জুলাই) সোমবার রাতে রাউজানের আমিরহাট হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের একে এম ফজলুল কবির চৌধুরী হল রুমে আয়োজিত ১৩-তম পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিলে সভাপতির বক্তব্যে একথা বলেন।এতে উদ্বোধক ছিলেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা শফিকুল ইসলাম।মুঠোফোনে প্রধান অথিতির বক্তব্য রাখেন  রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহছানুল হায়দর চৌধুরী বাবুল।  আহবায়ক মোঃ জাবেদ,সচিব মাওলানা মোজাম্মেল হোসাইনের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহফিলের প্রতিষ্টাতা চেয়ারম্যান সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন।অথিতি ছিলেন উপাধ্যক্ষ আল্লামা কাজী সাইদুল আলম খাকী,আল্লামা ইদ্রিছ আনসারী।প্রধান ওয়ায়েজিনের তকরির করেন অধ্যাপক আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ ক্বাদেরী।প্রধান বক্তা ছিলেন উপাধ্যক্ষ লেখক গবেষক আল্লামা জসিম উদ্দিন আবেদী,বিশেষ বক্তা ছিলেন মাওলানা মাসুম রেযা কাদেরী ও শায়ের মাওলানা ওসমান গণী কাদেরী।বিশেষ অথিতি ছিলেন প্যানেল চেয়ারম্যান তহিদুল আনোয়ার বাবুল,ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন,মোঃ হোসেন। নাত পরিবেশন করেন প্রবাসী আলহাজ্ব মাওলানা ওসমান তালুকদার।উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী,সৈয়্যদ মাওলানা লুৎফুর রহমান,সৈয়্যদ মাওলানা গিয়াস উদ্দিন,সুপার মাওলানা নাসির উদ্দিন কাদেরী,মাওলানা মোরসেদ রেযা কাদেরী,ফরিদুল আলম মাস্টার,জামাল উদ্দিন মাস্টার,মাস্টার মাসুদ কায়সার,মাওলানা সোলাইমান চৌধুরী ,মাওলানা ছালেহ আকবর,ডাক্তার মোঃ ইউছুফ,মাওলানা এয়াছিন মাইজভান্ডারী,শেখ মুহাম্মদ জাহাংগীর আলম,রাসেদ কোম্পানী,সাংবাদিক মুহাম্মদ সাজ্জাদ,প্রবাসী আহমদ ছাফা,মাওলানা নেজাম উদ্দিন তৈয়বি, আওয়ামী লীগ নেতা মোঃ সাহাব উদ্দিন,ডাক্তার মোঃ ফারুক,মুহাম্মদ মামুন মিয়া,মোঃ জামাল উদ্দিন,হাফেজ ওমর ফারুক,ফরমানুল ইসলাম চৌঃ,মাওলানা শহিদুল্লাহ চৌঃ,মাওলানা শহিদুল ইসলাম ভান্ডারী,মাওলানা এমরান হোসাইন,মোঃ হাসান,মোঃ সাজ্জাদ,মোঃ নাজিম উদ্দিন ভান্ডারী,মোঃ মোজাফফর, মুহাম্মদ আলী,মোঃ মহিউদ্দিন প্রমুখ।মাহফিলে মিলাদ কিয়াম পরিবেশন করেন মাওলানা নেজাম উদ্দিন তৈয়বী।আখেরী মোনাজাত পরিচালনা করেন আল্লামা ওবাইদুন নাসের নঈমি (মা.জি.আ)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট