1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে রাউজান পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা সাংবাদিক হোসাইন জিয়াদের উপর হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা রাউজানে বিজয়া সম্মিলনীর মধ্যদিয়ে দেবী দুর্গার বিসর্জন রাউজানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। নোয়াজিষপুর ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের  জনসাধারণের সাথে মতবিনিময় সভা রাউজানে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কদলপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ রাউজান পৌর এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাউজানে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে প্রতিহত করা হবে

আহলে বায়তে রাসুল (স.)কে স্মরণ করার নামই হচ্ছে ঈমান: আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ্ (মুজিআ)

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে

বেতাগী দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ্ (মু.জি.আ)বলেছেন আহলে বায়তে রাসুল (স.)কে তাজিমের সাথে স্মরন করার নামই হচ্ছে ঈমান।৬১ হিজরীর মোহররম মাসে হৃদয়বিদারক একটি ঘটনা শাহাদাতে হুসাইন (রাঃ)।বলাবাহুল্য যে,উম্মতের জন্য ইমামে হোসাইন(রঃ) শাহাদৎ সহজ নয়। কিন্তু নবী (সা.)-এরই তো শিক্ষা ‘নিশ্চয়ই চোখ অশ্রুসজল হয়, হৃদয়ব্যথিত হয়, তবে আমরা মুখে এমন কিছু উচ্চারণ করি না যা আমাদের রবের কাছে অপছন্দনীয়।এ মাসে যেসব অনৈসলামিক কাজকর্ম ঘটতে দেখা যায় তার মধ্যে তাজিয়া,শোকগাঁথা পাঠ, শোক পালন, মিছিল ও র‌্যালি বের করা, শোক প্রকাশার্থে শরীরকে রক্তাক্ত করা ইত্যাদি অন্তর্ভুক্ত। আল্লামা আশরাফ শাহ বলেন এ মাসের করণীয় বিষয়গুলোর মধ্যে রয়েছে, তওবা-ইস্তেগফার, নফল রোজা এবং অন্যান্য নেক আমল বেশি করা।এসব বিষয়ে যত্মবান হওয়া এবং সব ধরনের কুসংস্কার ও গর্হিত রসম-রেওয়াজ থেকে বেঁচে কুরআন-সুন্নাহ মোতাবেক চলাই মুসলমানের একান্ত কর্তব্য।তিনি (২৮জুলাই) শুক্রবার রাতে চট্টগ্রামের রাউজানের আমিরহাট হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের একে এম ফজলুল কবির চৌধুরী হলরুমে আয়োজিত ১২তম পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ও গরিব অসহায়দের মাঝে দ্রব্য সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।স্থানিয় ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও আহবায়ক মোঃ জাবেদ,সচিব মাওলানা মোজাম্মেল হোসাইনের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহফিলের প্রতিষ্টাতা চেয়ারম্যান সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন।উদ্বোধক ছিলেন আল্লামা ইদ্রিছ আনসারী।প্রধান বক্তার তকরির করেন অধ্যাপক মুফতি সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ ক্বাদেরী।বিশেষ বক্তা ছিলেন উপাধ্যক্ষ আল্লামা কাজী সাইদুল আলম খাকী,লেখক গবেষক আল্লামা জসিম উদ্দিন আবেদী,উদীয়মান বক্তা শায়ের মাওলানা ওসমান গণী কাদেরী।বিশেষ মেহমান হিসাবে নাত পরিবেশন করেন প্রবাসী আলহাজ্জ মাওলানা ওসমান তালুকদার।উপস্থিত ছিলেন সোলাইমান মাস্টার,ফরিদুল আলম মাস্টার,মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী,ডাক্তার মোঃ ইউছুফ,মাওলানা এয়াছিন মাইজভান্ডারী,শেখ মুহাম্মদ জাহাংগীর আলম,সাংবাদিক মাওলানা দিদারুল আলম কাদেরী,সাংবাদিক মুহাম্মদ সাজ্জাদ,প্রবাসী আহমদ ছাফা,সৈয়্যদ মাওলানা লুৎফুর রহমান,জামাল উদ্দিন মাস্টার,মাওলানা নেজাম উদ্দিন তৈয়বি,মাওলানা হাফেজ আবদু রহমান,ডাক্তার মোঃ ফারুক,মুহাম্মদ মামুন মিয়া,মোঃ নুরুল হায়দার,হাফেজ ওমর ফারুক,মাওলানা সোলাইমান চৌঃ,ফরমানুল ইসলাম চৌঃ,হাফেজ মাওলানা নুরুল আবছার,মাওলানা শহিদুল্লাহ চৌঃ,মাওলানা হাফেজ মহিউদ্দিন,সৈয়দ মুহাম্মদ কপিল উদ্দিন,শায়ের মাওলানা আবদুল মাবুদ,মাওলানা ইউছুফ তৈয়্যবি,মাওলানা কুতুব উদ্দিন,মাওলানা মিনহাজ উদ্দিন,মাওলানা এমরান হোসাইন,মাওলানা ওসমান,হাফেজ মিনহাজ,হাফেজ গোলাম মহিউদ্দিন,মোঃ নাজিম উদ্দিন ভান্ডারী,মোঃ মোজাফফর,মুহাম্মদ আলী,মোঃ মহিউদ্দিন প্রমুখ।অনুষ্টানে প্রতিবছরের ন্যায় গরিব অসহায়দের মাঝে দ্রব্য সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।মাওলানা মিনহাজ উদ্দিন কাদেরীর মিলাদ কিয়াম পরিবেশনায় এতে আখেরী মোনাজাত পরিচালনা করেন পীরে ত্বরিকত আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ্ (মুজিআ)।সর্বশেষ আগত মেহমানদের মাঝে তারুক বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট