রাউজান প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনীতে প্রথিতযশা প্রয়াত সাংবাদিক, প্রাবন্ধিক সিদ্দিক আহমেদকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (০৮ মে) দুপুরে রাউজান প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্র্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিক সাইফ। স্বাগত বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম। সাধারণ সম্পাদক এম. রমজান আলীর সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম. কামাল হাবিবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমির হামজা, সদস্য লোকমান আনসারী, শাহাদাৎ হোসেন সাজ্জাদ, জিয়াউর রহমান, সাংবাদিক রায়হান ইসলাম প্রমুখ। রাউজানের কৃতি সন্তান প্রথিতযশা প্রয়াত সাংবাদিক, প্রাবন্ধিক সিদ্দিক আহমেদ’র মরণোত্তর সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তাঁর সন্তান সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্র্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিক সাইফ। বক্তারা বলেন, ‘প্রয়াত সিদ্দিক আহমেদ দেশের একজন সৎ সাংবাদিকতার পথিকৃৎ, অসাম্প্রদায়িক চেতনায় লেখালেখির মাধ্যমে দেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন। প্রথিতযশা সাংবাদিক সিদ্দিক আহমেদ রাউজান তথা চট্টগ্রামে যে কলম সৈনিক তথা সংবাদকর্মী সৃষ্টি করে গেছেন তারা দেশের কল্যাণে, সামাজিক অবক্ষয় রোধ ও অপসংস্কৃতির বিরুদ্ধে কাজ করছেন। তাঁর পদাঙ্ক অনুসরণকারী সংবাদকর্মীদের দ্বারা দেশ ও জতি উপকৃত হবে।’
Leave a Reply