রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ¦ একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৯ মে রবিবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন বলে জানিয়েছেন রাউজান উপজেলা প্রশাসন। জেলা আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান বাবুলের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছেন রাউজান উপজেলা প্রশাসন। গতকাল ২০ মে সোমবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুর ইসলাম, রাউজান থানার ওসি জাহিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ নূর মোহাম্মদ, সাবিনা ইয়ামিন রুজি, ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য/সদস্যাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দোয়া মুনাজাত করেন মাওলানা এম এ মতিন।
Leave a Reply