চট্টগ্রামের রাউজানে উল্টোপথে আসা পিকআপের ধাক্কায় মো. ইউনুস মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।শুক্রবার রাত ১২টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মরা যান। নিহত ইউনুস রাউজান সদর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শামসুল আলমের ছেলে। এর আগে বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১০টায় রাউজান পৌরসভার জলিল নগরে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে পিকআপ চালক মো. জাহেদের (২৮) বিরুদ্ধে রাউজান থানায় মামলা দায়ের করেছেন। ঘাতক পিকআপ চালককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে বলে জানিয়েছেন রাউজান হাইওয়ে থানার কর্মকর্তা সিরাজুল ইসলাম। গ্রেপ্তার পিকআপ চালক রাঙ্গুনিয়া উপজেলার আবুল হাশেমের ছেলে ও আহম্মদিয়া ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের পিকআপ চালক।
Leave a Reply