রাউজানের পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী দিলদার হায়াত খানকে সভাপতি ও স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো.হাবিব উল্লাকে সদস্য সচিব করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে ৪ সদস্যের এডহক কমিটি অনুমোদনের কথা নিশ্চিত করা হয়। চার সদস্যের এডহক কমিটির অপর দুই সদস্য হলেন, শিক্ষক প্রতিনিধি সুব্রত কুমার বড়ুয়া ও অভিভাবক প্রতিনিধি মো.আবু নাছের। জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক প্রণীত (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা,২০২৪-এর প্রবিধান ৬৪(২) অনুসারে ঊনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয়ের নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে স্মারক ইস্যুর তারিখ হতে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হল।
Leave a Reply