1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কদলপুর ইউনিয়ন বিএনপির গণসংযোগ সতেরো বছরের নৈরাজ্যের পর নতুনভাবে কাউকে স্বৈরাচার হতে দেওয়া যাবে নাঃ এনসিপি নেতা জিলানী রাউজানে তারেক রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও বিনামূল্যে ওষুধ বিতরণ রাউজানে রাজনৈতিক প্রভাব বিস্তার,দখলদারিত্ব ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়ল পৃথক পৃথক পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান আদালত অবমাননার প্রতিবাদে রাউজান নোয়াপাড়ায় এলাকার নারী পুরুষের মানববন্ধন রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিএনপির দুই নেতার কারণে রাউজান অশান্তঃ এনসিপির প্রার্থী জাহিদুল করিম বাপ্পী রাউজানের বিএনপি নেতা জাগের আহমেদ মেম্বারের ইন্তেকালে গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করায় আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দনঃগিয়াস কাদের চৌধুরী

একযুগ পর রাজনৈতিক মাঠে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী: উজ্জীবিত নেতাকর্মী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

প্রদীপ শীল, রাউজান
রাউজানে রাজনৈতিক মাঠ চষে বেড়াচ্ছেন সাবেক সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। লুটপাট, চাঁদাবাজি এবং জনগণকে হয়রানি না করার জন্য বিএনপি নেতাকর্মীদের কড়া নির্দেশনা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এছাড়া সাম্প্রতিক রাউজানের বন্যদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তাঁর ছেলে তরুন রাজনীতিবিদ সামির কাদের চৌধুরী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এ ছাড়া গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় উপজেলা বিএনপি নেতাকর্মীরা উপজেলার বিভিন্নস্থানে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করছেন। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর একাধিক কর্মসূচীতে প্রবীণসহ নানা বয়সী মানুষকে জড়িয়ে ধরে পূর্বে স্মৃতি তুলে ধরতে দেখা যায়। সভা-সমাবেশে গেলে দলীয় নেতাকর্মীদের কবর জিয়ারত করতে দেখা যায় এই বিএনপি নেতাকে। একাধিক দলীয় নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুঃসময়ে রাউজানের বিএনপি নেতাকর্মীদের পাশে থেকে সহযোগিতা করেছিলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। বর্তমানে রাউজানের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচীতে উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। বিভিন্ন সভা-সমাবেশে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, এখনো বিএনপি নিয়ে ষড়যন্ত্র চলছে, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রগুলো চিহ্নিত করে প্রতিহত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, রাউজান হবে প্রতিটি মানুষের জন্য নিরাপদ আবাসস্থল। কোনো মানুষের উপর অন্যায়, অত্যাচার করলে কাউকে ছাড় দেয়া হবে না। সে যদি আমার দলেরও হয়ে থাকে ছাড় পাবে না। লুটপাট, চাঁদাবাজি করলে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন তিনি। এদিকে রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলমের নেতৃত্বে যুবদল ছাত্রদলের একটি প্রতিনিধি সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করেছেন। তিনি বলেন, আমার নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রাউজান একটি সুন্দর ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তর করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় তাঁর সাথে ছিলেন যুবদলের যুগ্ম আহবায়ক সেকান্দর মিয়া হিরু, সাবেক ছাত্রদল নেতা দিদারুল আলম, মো. রুবেল সহ দলীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট