এডভোকেট এস এম রাশেদ চৌধুরী চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ পয়েছেন। সম্প্রতি আইন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ প্রদান করা যায়। আগামী পাঁচ বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এস এম রাশেদ চৌধুরী রাউজান পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকার এসএম মুছা চৌধুরী ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল আইনজীবি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এডভোকেট এস এম রাশেদ চৌধুরী বলেন, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি সরকারের দেওয়া অর্পিতা দায়িত্ব যথাযথভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply