রাউজানের কদলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একটি বাড়িতে দুর্বৃত্তরা হানা দিয়ে প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ৩১ অক্টোবর সোমবার ভোর রাতে এই ঘটনাটি ঘটেছে স্থানীয় ভোমর পাড়া ইউপি সদস্য আলী আকবরের ঘরে। আক্রান্ত পরিবারের গৃহকর্তা আলী আকবর বলেছেন দুর্বৃত্তরা বাড়িতে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে তার ঘরের দরজা ভেঙ্গে মুল ঘরে প্রবেশ করে। তাদের ছিঁটিয়ে দেয়া স্প্রে এর বিষক্রিয়ায় পরিবারের সকল সদস্য ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরের শোয়ার খাট থেকে চাবি খুঁজে নিয়ে আলমিরা খুলে নগদ ৮০ হাজার টাকা, এক ভরি ওজনের ৮টি স্বর্ণের আংটি, দুটি মোবাইল ফোন লুঠে নেয়। তারা ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় হঠাৎ ঘুম ভাংলে চোর সন্দেহে চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা লুন্ঠিত জিনিষ নিয়ে দ্রুত পালিয়ে যায়। সকালে সংবাদ পেয়ে দুর্বৃত্ত আক্রান্ত মেম্বার আলী আকবরের ঘর পরিদর্শন করেছেন স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি জানান, এসব ঘটনা নিন্দানীয় ও পরিকল্পিত। রাউজানের সাংসদকে অবহিত করা হয়েছে। পুলিশের সাথে কথা বলে দুর্বৃত্তদের বের করার চেষ্টা করা হবে। বিষয়টি নিয়ে কথা বললে রাউজান থানার এসআই অজয় দেব শীল বলেন, এ ব্যাপারে তারা কিছুই জানেন না। কেউ এ বিষয়ে জানাই নাই।
Leave a Reply