রাউজানের কৃতি সন্তান সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রবিউশন কোম্পনী লিমিটেডের উপ-মহা ব্যবস্থাপক পদে পদ উন্নতি পেয়েছেন। সম্প্রতি কোম্পানীর এক স্মারকে এ পদ উন্নতি দেওয়া হয়। মেজবাহ উদ্দিন আকবর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রবিউশন কোম্পনী লিমিটেডের উপ-মহা ব্যবস্থাপক পদে পদ উন্নতি হওয়ায় সংবর্ধনা দিয়েছেন চট্টগ্রাম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রবিউশন কোম্পনী লিমিটেডের কর্মকর্তারা। এ সময় তারা উপ-মহা ব্যবস্থাপককে ফুল ও সম্মামনা ক্রেষ্ট প্রদান করেন। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে উপ-মহা ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আকবরকে প্রাণঢালা অভিনন্দন জানাতে দেখা যায়। জানা যায়, মেজবাহ উদ্দিন আকবর সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব ছাড়াও রাউজানে সামাজিক, ক্রীড়া ও ধর্মীয় সংগঠনের দায়িত্ব পালন করছেন। একেএম ফজলুল কাদের চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তছলিম উদ্দিন জানান, মেজবাহ উদ্দিন আকবর রাউজানের গর্বিত সন্তান। দীর্ঘদিনের পেশাগত দায়িত্বে পদ উন্নতি পেয়ে উপ-মহা ব্যবস্থাপক হওয়ায় আমরা আনন্দিত। আগামীতে তিনি রাউজানের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।
Leave a Reply