রাউজান পৌরসভা ৮ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর অ্যাডভোকেট দীলিপ কুমার চৌধুরীর মমতাময়ী মাতা সমাজ সেবীকা শোভারানী চৌধুরী (৮৫) মৃত্যু বরণ করেছেন। ওঁ দিব্যান্ লোকান্ স্বঃ গচ্ছতুঃ। ২৯ অক্টোবর রাত ৮ ঘটিকায় নিজ বাড়িতে তিনি শেষঃনিশ্বাস ত্যাগ করেন। এই দিন রাতে পারিবারিক শ্মশানে প্রয়াত শোভা রাণীর লাশের দাহ সৎকার করা হয়। সমাজ সেবীকা শোভারানী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সাংসদ ফজলে করিম চৌধুরী প্রয়াত শোভা রাণী চৌধুরীর আত্মার শান্তি কামনা করে বলেছেন তিনি মমতামী নারী। তাহার অকাল মৃত্যুতে আমরা একজন মমতাময়ী মাকে হারিয়েছি। এছাড়া গভীর শোক প্রকাশ করেন রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদ ও ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ।
Leave a Reply