চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদের চন্দ্রনগর সোসাইটির চেয়ারম্যানের বাড়িতে অজ্ঞাত কতিপয় সন্ত্রাসী কর্তৃক অতর্কিত হামলা করে বাড়ি ঘর ভাংচুর ও সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
৯ আগস্ট (মঙ্গলবার) রাত ১২ টার দিকে পূর্ব নাসিরাবাদ, বায়েজিদ বোস্তামী চন্দ্রনগর সোসাইটির চেয়ারম্যানের বাড়িতে এই ঘটনা ঘটে।
এসময় চন্দ্রনগর সোসাইটির এস্টেটের ম্যানেজার মোঃ এমরান (৪০), সুপারভাইজার মোঃ মোক্তার (৩৮)সহ ৪ জন আহত হয়। আহাত ব্যাক্তিদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ।
চন্দ্রনগর সোসাইটির এস্টেটের জেনারেল ম্যানেজার মোঃ আরমান জানান, গতকাল রাত ১২ টার দিকে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী হঠাৎ করেই আমাদের সোসাইটিতে ঢুকে বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির গেট ভাঙার চেষ্টা করে এবং বাড়ির নেমপ্লেট ও সিসিটিভি ভেঙে ফেলে। আমি ও এস্টেটের সুপারভাইজার সহ আরো কয়েকজন কর্মচারী তাদের বাঁধা দিতে গেলে তারা আমাদের মারধর করে আহত করে।
হামলার কারণ জানতে চাইলে তিনি জানান, আমরা এখনো হামলার কারণ বুঝতে পারছিনা৷ তাছারা হামলাকারীদের কাওকে আমরা চিনতেও পারিনাই। স্থানীয়দের কিছু জনের সাথে আমাদের জায়গা সংক্রান্ত বিরোধ থাকলেও তা আইনিভাবে সমাধানের চেষ্টা চলছে। চলতি মাসেই আদালতে শুনানি আছে। ধারনা করা হচ্ছে বাড়ী দখলের চেষ্টা হিসেবে একটি চক্র এই কাজটি করিয়েছে। কিন্তু কে বা কারা কেন এই সময় এমন অতর্কিত হামলা হলো জানি না। এই ঘটনায় সোসাইটির অন্যান্য বাসিন্দাদের মনে আতংক বিরাজ করছে।
এই ঘটনায় মামলার বিষয়ে জানতে চাইলে আলোচনার মাধ্যমে মামলা করবে কি করবেনা এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে বলে জানান ।
Leave a Reply