1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালত অবমাননার প্রতিবাদে রাউজান নোয়াপাড়ায় এলাকার নারী পুরুষের মানববন্ধন রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিএনপির দুই নেতার কারণে রাউজান অশান্তঃ এনসিপির প্রার্থী জাহিদুল করিম বাপ্পী রাউজানের বিএনপি নেতা জাগের আহমেদ মেম্বারের ইন্তেকালে গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করায় আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দনঃগিয়াস কাদের চৌধুরী রাউজান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার,গ্রেপ্তার-২ রাউজানে বিবাহের ২৫ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি সুখময় চক্রবর্তী ও সম্পাদক নওশাদ চৌধুরী নোয়াজিষপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা সোস্যাল ক্লাব ওমানে গাল্ফ এক্সচেঞ্জ ফুটবল টুর্নামেন্ট

চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক যেন বাস-ট্রাকের গ্যারেজ দুর্ভোগে পথচারীরা

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কটি যেন বাস-ট্রাক ও সিএনজি অটোরিকশা রাখার গ্যারেজ। দীর্ঘদিন ধরে চার লেন সড়কের দুই’পাশ দখল করে রেখেছে বাস,ট্রাক,মিনিট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন। ব্যস্ততম এই মহাসড়কের দুইপাশে বাস-ট্রাকসহ বিভিন্ন গাড়ী দাঁড়িয়ে থাকায় প্রতিনিয়ত ভোগান্তির সম্মুখীন হচ্ছেন যাত্রী ও পথচারীরা।সরেজমিনে দেখা গেছে, রাঙামাটি মহাসড়কের রাউজান জলিলনগর মডেল মসজিদের সামনে থেকে শুরু করে মুন্সির ঘাটা পর্যন্ত সড়কের দুইপাশ বাস,ট্রাক সিএনজি অটোরিকশার দখলে। সড়কের দুইপাশ দিয়ে যেখানে পথচারীদের হাঁটা-চলার কথা, সেখানে দিনের পর দিন অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখায় মারাত্মক সমস্যা, যা যানজট, দুর্ঘটনা এবং সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। বাধ্য হয়ে তাদের রাস্তার মাঝখানে হাঁটতে হয়। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।এই দুর্ঘটনার জন্য দায়ী সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং।জলিলনগর এলাকার ব্যবসায়ী সাহাবু উদ্দিন বলেন,  রাউজান উপজেলা মডেল মসজিদের সামনে থেকে যেভাবে সড়কের দুই”পাশ দখল নিয়ে ডাবল লাইনে গাড়ি পার্কিং করে রাখা হয়। ফলে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কে চলাচলকারীদের। স্থানীয় বাসিন্দা ইব্রাহিম জানান,চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির মালিকানাধীন রাউজান জলিলনগর বাস ষ্টেশনে নিজস্ব একটি বাস পাকিংয়ের জায়গায় রয়েছে। কিন্তু তারা নিদিষ্ট স্থানে পার্কিং না করে মহাসড়কের দুই”পাশে ডাবল লাইনে এলোপাতাড়িভাবে গাড়ি পার্কিং করে রাখেন। একই ভাবে জলিলনগর বাস ষ্টেশনের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ পর্যন্ত সড়কের দুই’পাশে সিএনজি অটোরিক্সা, জীপ, ট্রাক পাকিং করে রাখা হয় প্রতিনিয়ত। সড়কে চলাচলকারী লোকজন জানান, এ সড়কটি আগে দুই লেনের ছিল। বর্তমানে রাঙামাটি মহাসড়কটি চার লেনে উন্নতকরণ করা হয়েছে। চার লেনে উন্নতকরণ করা করলে কী হবে সড়কের দু’পাশে অবৈধভাবে বাস, ট্রাকসহ বিভিন্ন যান বাহনের দখলে থাকে। এতে পথচারী ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।সড়কের শৃঙ্খলা ফিরাতে রাউজান হাইওয়ে পুলিশের ভূমিকা থাকলেও এখন হাইওয়ে পুলিশের কোন তৎপরতা নেই।এ ব্যাপারে রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ  উল্লাহ্ বলেন, সড়কের শৃঙ্খলা ফিরাতে আমরা সবসময় তৎপর রয়েছি।সড়ক উপর থেকে অবৈধভাবে পার্কিং করা বাস-ট্রাক ও বিভিন্ন যানবাহন সরিয়ে দেওয়া হলেও পুলিশ চলে আসার পর আবার সড়কের উপর পার্কিং করা হয়। তিনি আরও বলেন, মহাসড়কে বসা-ট্রাক গাড়ি পার্কিংয়ের বিষয়ে সভাপতি- সম্পাদকের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
রাউজান পৌর প্রশাসক অংছিং মারমা বলেন, এবিষয়ে বৃহস্পতিবার পৌরসভায় যানজট নিরসনকল্পে অংশীজনদের সাথে মতবিনিময় হবে। এরপর অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট