চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের চার লেইনের সড়কের তিন লাইনেই অবৈধ পাকিং শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের অভিযান শুরু হয়েছে। গতকাল ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহা সড়কের রাউজান জলিল নগর বাস ষ্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার। রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম ও হাইওয়ে থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়কে অবৈধভাবে পার্কিং করায় তিনটি যাত্রাবাহী বাস, একটি ট্রাক ও ২টি সিএনজি অটোরিক্সা থেকে ২১হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যান আদালতের নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার জানান, সড়কের জায়গা দখল করে অবৈধভাবে বাস, ট্রাক, সি,এনজি অটোরিক্সা পার্কিং করায় ৩টি বাস থেকে ১৫হাজার টাকা, একটি ট্রাক থেকে ৫ হাজার টাকা, দু’টি সিএনজি অটোরিক্সা থেকে ১ হাজার টাকা সহ মোট ২১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, সড়কের জায়গা দখল করে কোন পার্র্কিং করতে পারবেনা। অবৈধ পার্কিং করলে শাস্তি দেওয়া হবে।
Leave a Reply