পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে
চিকদাইর হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে- আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ঈদে-মিলাদুন্নবী উপলক্ষে হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ, কবরস্থান থেকে শুরু করে পাঁচ কিলোমিটার সড়কজুড়ে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মসজিদের খতিব আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদ(মঃ জিঃ আঃ)। উদ্বোধক ছিলেন হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ও উত্তর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকের হোসেন মাষ্টার। প্রধান অথিতি ছিলেন প্রধান অতিথি ছিলেন আহসানুল উলূম গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যাপক আল্লামা ইদ্রিস আনসারী।হাফেজ মোঃ ফোরকান ও হাফেজ হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাঁশখালী রাঙ্গীয়া ঘোনা মনছুরিয়া ফাজিল মাদ্রাসার আরভি প্রভাষক আল্লামা মুফতি আবুল কাশেম তাহেরী। উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা সমন্বয়ক সাদিকুজ্জামান শফি সহ অসংখ্য আলেম-ওলামা, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুবকরা। মিলাদ কিয়াম শেষে ঈদে মিলাদুন্নবীর প্রধান পৃষ্ঠপোষক মরহুম আলহাজ্ব আবু তাহেরের রুহের মাগফিরাত ও বিশ্বের নির্যাতিত মুসলিম ও মুসলিম উম্মাহর ঐক্য,শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এরপর তাবারুক বিতরণ করা হয়।
Leave a Reply