রাউজানের চিকদাইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রিয়তোষ চৌধুরী দ্বিতীয় বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার (১৯ জানুয়ারি) সকালে চিকদাইর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এ দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম সভায় সভাপতিত্ব করেন পুনরায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। পরিষদের সচিব মোহাম্মদ মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অনিল কান্তি দে, ইউপি সদস্য মোহাম্মদ হানিফ, মোদ্দাচ্ছের হায়দার, আনোয়ার মিয়া, প্রদীপ দাশ, জাগের হোসেন, মোহাম্মদ লোকমান, নিজাম উদ্দীন, সালাউদ্দিন, কাজী মাসুদ রানা, সেনোয়ারা বেগম,পারভিন আক্তার,শাকি আক্তার। উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নুরুল মোস্তাফা ডালিম, মো. আনোয়ার, মো. ইলিয়াস, মো. শাহাজান। পুনরায় নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধা অনিল কান্তি দে ও রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দ। দায়িত্বভার গ্রহণ উপলক্ষে পবিত্র খতমে কোরআন, দোয়া মাহফিল, নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ, বিদায়ী ইউপি সদস্যদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা কাজী শফিউল আলম। দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে ভোটের মাধ্যমে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ মোদ্দাচ্ছের হায়দার, ২নং প্যানেল চেয়ারম্যান কাজী মাসুদ রানা ও ৩নং প্যানেল চেয়ারম্যান সেনোয়ারা বেগম।
Leave a Reply