1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নতুন কমিটিকে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির তালুকদারের অভিনন্দন শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন রাউজানের উরকিরচরে শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  রাউজান প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ নির্বাচিত কমিটিকে জামায়াতের অভিনন্দন রাউজানে ৭০৫–মেসার্স রুস্তম ব্রিকসে কাঠ পোড়ানোর মহোৎসব, উজাড় হচ্ছে বনজ সম্পদ ওমান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন রাউজানে সাবেক যুবদল নেতা ও গিয়াস কাদের অনুসারীকে গুলি হত্যাঃ সড়কে অবরোধ করে বিক্ষোভ রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে;সভাপতি প্রদীপ শীল,সম্পাদক নেজাম উদ্দিন রানা।

চুয়েটে “অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • প্রকাশিত: সোমবার, ৯ মে, ২০২২
  • ৪১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য “অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক ৫দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ ৯ই মে (সোমবার) ২০২২ খ্রি. যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে উক্ত কর্মশালার উদ্বোধন করেন চুয়েটের  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর হিসাববিজ্ঞান ও আর্থিক ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও উর্ধতন ব্যবস্থাপনা কর্মকর্তা এম. আমিনুর। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী৷ তিন পর্বে সাজানো প্রশিক্ষণ কর্মশালায় পর্যায়ক্রমে প্রথম পর্বে উর্ধতন ১ম শ্রেণির কর্মকর্তাদের জন্য দুইদিনের, দ্বিতীয় পর্বে ১ম শ্রেণির কর্মকর্তা (আংশিক) ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের জন্য দুইদিনের এবং তৃতীয় পর্বে ৩য় শ্রেণির কর্মচারীদের জন্য একদিনের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামি ১৩ই মে ২০২২ খ্রি. শুক্রবার পর্যন্ত। উক্ত কর্মশালায় সচিবালয় নির্দেশমালা, নথি ব্যবস্থাপনা, সভা ও দাপ্তরিক যোগাযোগ, অফিস ব্যবস্থাপনা ও রেকর্ড ব্যবস্থাপনা, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, জাতীয় শুদ্ধাচার কৌশল, সেবাপ্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। সরকার বর্তমানে ই-নথির ব্যাপারে গুরুত্বারোপ করছে। চুয়েটেও শীঘ্রই ই-নথির প্রচলন করতে যাচ্ছি। আমরা প্রশাসনকে আরও যুগোপযোগী ও দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই। একাডেমিক অ্যাক্সিলেন্সের সাথে প্রশাসনিক অ্যাক্সিলেন্সি বাড়াতে চাই। আমি প্রত্যাশা করছি এই প্রশিক্ষণ কর্মশালা নিঃসন্দেহে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট