চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর পূজা উদযাপন পরিষদ ও সনাতন ধর্ম পরিষদের উদ্যোগে দীপাবলি ও বিজয়া সম্মিলনী টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. রণজিৎ কুমার সুত্রধর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিঠির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। এতে বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার কৌশল বিভাগের প্রফেসর ড. কৌশিক দেব, গণিত বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, স্হাপত্য বিভাগের প্রধান কানু কুমার দাশ। পামেল দাশ ও শ্রেয়সী চৌধূরীর সঞ্চালনায় নিলয় দাশের শ্রীমদ্ভাগবৎ পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যুশ দাশ।
বক্তারা ছাত্রদের উদ্দেশ্যে বলেন, দীপাবলি হচ্ছে অন্ধকার হতে আলোর পথে যাত্রা। এ আয়োজনের মাধ্যমে ছাত্রদের অন্তরে আলো প্রজ্বলিত হোক, আর এ আলো সমাজে ছড়িয়ে পড়ুক। চুয়েট থেকে পাশ করে সার্টিফিকেটের পাশাপাশি তোমরা আলোকিত মানুষ হয়ে বের হবে এবং সমাজকে আলোকিত করবে। আর এজন্য তোমাদের মনের প্রদীপ প্রজ্জ্বলন করা দরকার। সঠিক ধর্মচর্চার মাধ্যমে মনকে আলোকিত করা সম্ভব। সনাতনী শিক্ষার্থীদের ধর্মচর্চার জন্য চুয়েটে একটি মন্দির স্হাপনের জন্য সবার পক্ষ হতে প্রশাসনের কাছে জোর দাবী জানানো হয়। পরবর্তীতে দীপাবলি উপলক্ষে ক্যাম্পাসে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
Leave a Reply