1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান বিএনপি নেতা শিক্ষক হাবিব উল্লাহ মাস্টারের বড় বোনের ইন্তেকালঃ বিএনপির শোক মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা কলমপতি শাখার মহিলা কমিটি গঠন নোয়াজিষপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন রাউজানে হক কমিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রাউজানে অস্ত্র ও ধারালো ছোড়াসহ যুবক গ্রেপ্তার ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’’শ্লোগানে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন রাউজানের পশ্চিম গুজরায় শ্যামাচরণ সড়কের উন্নয়নকাজে এলাকাবাসীর স্বস্তি রাজনীতি:সংকট ও আশার প্রতিচ্ছবি গোলাম আকবর খোন্দকারঃ সাফায়েত হোসেন রাকিব। সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর স্মরণে মিলাদ মাহফিল 

চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে “মেরিট অ্যাওয়ার্ড” সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাবেক শিক্ষার্থীদের সংগঠন চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে “মেরিট অ্যাওয়ার্ড-২০২৩” অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে চুয়েটে বিভিন্ন লেভেলে অধ্যয়নরত মোট ১০৫ জন আর্থিকভাবে অস্বচ্ছল অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন কানাডা (চুয়েট ট্রাস্ট ফান্ড), চুয়েটের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ কবির আহমেদ ভূঞা এবং চুয়েটের প্রথম ব্যাচের ছাত্র প্রকৌশলী মাহমুদুজ্জামান খানের অনুদানে এসব মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন লেভেলের ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ সিজিপিএধারী ৫২ জনের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষ্যে আজ ১৫ই অক্টোবর (রবিবার)  সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ৮ম ব্যাচের শিক্ষার্থী ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রকৌশলী খান আতাউর রহমান সান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বি অ্যান্ড টি গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোকলেছুর রহমান, চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ কবির আহমেদ ভূঁঞা এবং চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। এতে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারাণ সম্পাদক প্রকৌশলী মেজর মোঃ ফিরোজ খাননুন ফারাজী (অবঃ)। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চুয়েট কানাডা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রকৌশল মোঃ হাবিবুর রহমান পিইঞ্জ, পিএমপি, চুয়েট অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রকৌশলী ড. আবদুল্লাহহ আল মামুন এবং চুয়েটের ৩য় ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, পিইঞ্জ। ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী ও এমআইই বিভাগের প্রভাষক জনাব তাসমিয়া বিনতে হাই’র সঞ্চালনায় এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ‘১৯ ব্যাচের ইটিই বিভাগের তানজীম আহমেদ রেজা এবং ইইই বিভাগের সায়মা সুুলতানা চৈতী। “মেরিট অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান” অনুষ্ঠান পরিচালনা করেন ইইই বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সহযোগী ও অগ্রযাত্রার নিয়ামক। অ্যালামনাইয়ের সাথে বর্তমান শিক্ষার্থীদের নেটওয়ার্কিং বাড়াতে এ ধরনের উদ্যোগ আশাব্যাঞ্জক। চুয়েট থেকে দীর্ঘ ৫৫ বছরে সাড়ে ১২ হাজারের বেশি শিক্ষার্থী বের হয়েছে। সবাই দেশ-বিদেশে দক্ষতার সাথে অবদান রেছে চলেছেন। এখানে শিক্ষক-শিক্ষার্থীর জ্ঞানভিত্তিক ও গবেষণাধর্মী কার্যক্রম চলমান। আমাদের অগ্রগতির স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক কিউএস র‌্যাংকিংয়ে সাম্প্রতিক সফলতা তারই স্বাক্ষর বহন করে। চুয়েটের সার্বিক অগ্রযাত্রায় ভবিষ্যতেও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানাই।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট