আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (আবিকফ), বাংলাদেশ এর কাউন্সিল সম্মেলনের মাধ্যমে গঠিত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্মাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মো. জামাল উদ্দিন। এ উপলক্ষ্যে আজ ৩১ অক্টোবর (রবিবার), ২০২১ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়ের শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্যসহ অ্যাসোসিয়েশনের উপদেষ্টামণ্ডলী ও অন্যান্য কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর, ২০২১ খ্রি. রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে উক্ত কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময়কালে চুয়েটের চলমান অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ভাইস চ্যান্সেলর স্টাফ অ্যাসোসিয়েশনের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।
Leave a Reply