চট্টগ্রামের রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরী পাহাড়ি চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
১ আগস্ট (সোমবার) রাতে রাউজান থানা পুলিশ উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম বাইতুল মোকারম জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে মাদকসহ আবদুল সবুর প্রকাশ লুদু (৪৩)কে গ্রেপ্তার করে।
আটক মাদক ব্যবসায়ী চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানার মোহরা ওয়ার্ডের সোনা মিয়া সওদাগরের বাড়ীর আবুল কাশেমের পুত্র।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, মাদকসহ আটক মাদক কারবারি সবুর পাচার কালে তার দেহে তল্লাশী করে ও সিএনজি অটোরিক্সার সাথে রাখা মোট ১২০ লিটার মদ জব্দ করা হয়। পরিবহনে ব্যবহৃত অটোরিক্সা জব্দ ও তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু শেষে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply