বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয় মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ)।
সোমবার (১৫ আগস্ট) সকালে বন্দর ভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বন্দর সিবিএ সভাপতি মোঃ আজিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, এনপিপি, বিসিজিএমএস,এনডিসি,পিএসসি।
সভায় আরো উপস্থিত ছিলেন চবক এর সকল সদস্য, বিভগীয় প্রধানসহ সর্বস্থরের কর্মকর্তা-কর্মচারী, সিবিএ এর মোকারম হোসেন সিনিয়র সহ-সভাপতি, মহিউদ্দিন দস্তগীর, আবুল হোসেন চৌধুরী, খন্দকার ইয়াকুব,ফিরোজ আহমেদ জাবেদ, আকতারুজ্জামান মাসুম,রেজাউল করিম রাজু, মোস্তফা ফরিদুর রেজা,আশিশ কান্তি মুহুরি, জামিল আহ্মেদ মিলন,সাইফুর রহমান সোহেল,মাহবুব চৌধুরী,এফএ চৌধুরী বাদল, হুমায়ুন কবির মাকুট সহ সিবিএ এর অন্যান্য নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান বলেন,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যখন বাংলাদেশকে পুনর্গঠন করছিলেন তখন আজকের এই রাতে ষড়যন্ত্রকারীর বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশ ও বাঙালি জাতিকে ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু তাদের স্বপ্ন সফল হয়নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যেখানে সারা বিশ্ব আজ স্থবির সেখানে বাংলাদেশ এগিয়ে চলছে উন্নতির দিকে।
বন্দরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়ন অগ্রযাত্রা নিশ্চিত রাখতে সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে আহ্বান জানান বন্দর চেয়ারম্যান।
এর আগে দিবসটি উপলক্ষে বন্দর ভবন ও চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বৃক্ষরোপণ, খতমে কোরআন ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Leave a Reply