‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যে সামনে রেখে চট্টগ্রামের রাউজান হাইওয়ে পুলিশ ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উদযাপন করেছেন। গতকাল ২২ অক্টোবর শনিবার সকালে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কামরুল আজম এর নেতৃত্বে রাউজান-রাঙ্গামাটি মহাসড়কে জনসচেতনতা মূলক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কামরুল আজম বলেন, কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপারের নির্দেশনায় ইতিপূর্বে রাউজান হাইওয়ে থানা পুলিশ সড়কে দূর্ঘটনা ও যানজট নিরসনকল্পে যানবাহন মালিক, শ্রমিক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন। হাইওয়ে পুলিশ মানুষের জান মালের নিরাপত্তায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। র্যালি ও পথ সভায় রাউজান উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। পৌরসভা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জিকু দত্ত। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিপলু। চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সহ-সভাপতি মো. নবীদুল ও সাংগঠনিক সম্পাদক মো. জাবের আহমদ সহ রাউজান হাইওয়ে পুলিশের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র্যালীতে অংশ নেওয়া অতিথিরা বলেন, দূর্ঘটনা, যানজট মুক্ত ও জনগণকে নিরাপদ রাখতে স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন যানবাহনের মালিক শ্রমিক ও স্কুল-কলেজ শিক্ষার্থীদের আরো সচেতন হতে হবে। ট্রাফিক সিগন্যাল যথার্থভাবে মেনে চলতে হবে। সড়ক নিরাপত্তা কার্যক্রম টেকসই করতে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার পাশাপাশি যথাযথভাবে দায়িত্ব পালনও করতে হবে। সড়ক ও ফুটপাতে চলাচলে অমনোযোগী না হওয়ার তাগিদ দিয়েছেন তারা।
Leave a Reply