1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নতুন কমিটিকে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির তালুকদারের অভিনন্দন শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন রাউজানের উরকিরচরে শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  রাউজান প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ নির্বাচিত কমিটিকে জামায়াতের অভিনন্দন রাউজানে ৭০৫–মেসার্স রুস্তম ব্রিকসে কাঠ পোড়ানোর মহোৎসব, উজাড় হচ্ছে বনজ সম্পদ ওমান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন রাউজানে সাবেক যুবদল নেতা ও গিয়াস কাদের অনুসারীকে গুলি হত্যাঃ সড়কে অবরোধ করে বিক্ষোভ রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে;সভাপতি প্রদীপ শীল,সম্পাদক নেজাম উদ্দিন রানা।

জায়গার বিরোধে মানা হচ্ছেনা বিজ্ঞ আদালতের নির্দেশনা

  • প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২
  • ১০০১ বার পড়া হয়েছে

রাউজানে জায়গা জমির বিরোধ নিয়ে মানা হচ্ছেনা বিজ্ঞ আদালতের নির্দেশনা। যার কারণে বাড়তে পাড়ে সংঘাত ও হতাহতের ঘটনা। তেমনি রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের বাচাঁ মিয়ার দোকানস্থ মাওলানা আবদুর জব্বারের বাড়িতে জায়গা জমি নিয়ে বিরোধ প্রায় দুই দর্শক ধরে। স্থানীয় প্রতিবেশী মোহাম্মদ ফয়েজ উল্লাহর সাথে সাবেক ইউপি সদস্য আবু তৈয়বের জায়গার বিরোধ নিম্ন আদালত শেষ করে এখন উচ্চ আদালত পর্ষন্ত গড়িয়েছে। তারপরও শেষ নেই এই বিরোধ। আবার কোন কোন সময় ক্ষমতার অপব্যবহার করছে সম্পত্তির। এক জায়গার বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষ থানায় অভিযোগ ও পাল্টা অভিযোগ দেওয়া অব্যহত আছে । গত এক দর্শক ধরে উভয় পক্ষের মধ্যে ঘটেছে মারামারির ঘটনাও। স্থানীয়দের অভিযোগ সোয়ানী দায় মোল্লা জামে মসজিদের সম্পত্তির ভোগ দখল নিয়ে চলছে দু’পক্ষের বিরোধ। বর্তমানে মসজিদের দেখভালোর দায়িত্বে আছেন ফয়েজ উল্লাহ ও রাইহান উল্লাহ গং। কিন্তু আবু তৈয়ব গং মসজিদের সম্পত্তি দখল নিতে মরিয়া হয়ে বার বার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। সর্বশেষ আবু তৈয়ব গং জায়গা দখল নিতে গত ১৩ মে মসজিদের জায়গার উপর দিয়ে ব্রিক সলিন রাস্তা নির্মাণ কাজ শুরু করেন। এতে বাধাঁ দেয় ফয়েজ গং। প্রশাসনের সহযোগিতায় ১৫ মে শনিবার ফয়েজ গং সড়কে বসানো ব্রীক তুলে ফেলে। এ প্রসঙ্গে ফয়েজ উল্লাহর ছোট ভাই রাইহান উল্লাহ জানান, তৈয়ব মেম্বার ও তার বাহিনী দিয়ে সব সময় আমাদের সম্পত্তি ও মজজিদের জায়গা দখলের চেষ্টা চালানো হয়। তারা মারামারি করে এলাকায় অশান্তি সৃষ্টি করছে। ইতিমধ্যে মহামান্য আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের জায়গায় সড়ক নির্মাণ শুরু করে। এ ব্যাপারে রাউজানের সাংসদকে আমরা অবহিত করলে তিনি প্রশাসনকে সড়কের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। আমরা প্রশাসনের সহযোগিতায় সড়ক নির্মাণ কাজ বন্ধ করেছি। তিনি আরো বলেন, ১৫ মে আবু তৈয়বসহ পাঁচজনকে বিবাদী করে রাউজান থানায় অভিযোগ দিয়েছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের পৈত্রিক জায়গায় আমরা মসজিদ করেছি। তাদের কারণে মসজিদ পষর্ন্ত অপবিত্র হচ্ছে। এ ব্যাপারে আবু তৈয়ব মেম্বার বলেন, আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে প্রশাসনকে ব্যবহার করছে। উচ্চ আদালতের রায় ঘোষনার আগে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে ফয়েজ উল্লাহ। আমি প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন, পৌরসভার মেয়র ও থানায় আবেদন করেছি। কিন্ত কোন জায়গা থেকে কোন সমাধান পাইনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট