জিম্বাবুয়ের সাথে বাংলা ব্যান্ড ক্রিকেট খেলে সিরিজ হারল বাংলাদেশ,
দ্বিতীয় ম্যাচের দাপুটে জয় অনেকটাই আসা জাগিয়েছিল। মনে করা হয়েছিলো ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। প্রথম টি-টোয়েন্টিতে হারের পর শক্তভাবে ঘুরে দাঁড়ানোর বার্তাও দিয়েছিলেন সদ্য বাংলাদেশের নেতৃত্ব পাওয়া নুরুল হাসান সোহান। কিন্তু কথা যেন কথাই রয়ে গেল।
মঙ্গলবারের (২ আগস্ট) ম্যাচে দিশাহীন ব্যাটিংয়ে সিরিজ হারতে হলো বাংলাদেশকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৬ রানেই গুটিয়ে যায় টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৫৬/৮ (চাকাভা ১৭, আরভিন ২৪, মাধেভেরে ৫, রাজা ০, উইলিয়ামস ২, শুম্বা ৪, বার্ল ৫৪, জঙ্গুয়ে ৩৫, ইভান্স ৫*, নিয়াউচি ১*; মুস্তাফিজ ৪-০-২২-১, মেহেদি ৪-০-২৮-২, মোসাদ্দেক ৪-০-২২-১, নাসুম ২-০-৪০-১, হাসান ৪-০-২৮-২, মাহমুদউল্লাহ ২-০-৮-১)
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৬/৮ (লিটন ১৩, পারভেজ ২, এনামুল ১৪, শান্ত ১৬, মাহমুদউল্লাহ ২৭, আফিফ ৩৯*, মোসাদ্দেক ০, মেহেদি ২২, হানান ৩, নাসুম ২*; ইভান্স ৪-০-২৬-২, নিয়াউচি ৪-০-২৯-৩, মাধেভেরে ২-০-১৪-১, রাজা ৪-০-২১-০, মাসারা ১-০-৫-০, উইলিয়ামস ২-০-১৬-১, জঙ্গুয়ে ৩-০-২৮-১)
Leave a Reply