চট্টগ্রামে রাউজানে২৩৩টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে ৫দিনের শারদীয় দুর্গোৎসব শেষে প্রতিমা বিসর্জন দেয় হয়েছে।ঢাকের বাদ্য, খোল-করতাল ও গান বাজিয়ে চোখে অশ্রু নিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে সনাতন ধর্মাবলম্বীরা রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের অপরাজিতা সেবাআশ্রমে। সেখানের জলাশয়ে অর্ধশতাধিক প্রতিমা বিসর্জন। মঙ্গলবার অপরাজিতা সেবাআশ্রমের মাঠে আয়োজিত বিজয়া সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।বক্তৃতায় তিনি বলেন, দুর্গা দেবী যেভাবে অসুর বিনাশ করে আসছে, সেভাবে আমাদেরকেও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে বিনাশ করতে সংকল্পবদ্ধ হতে হবে। রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম,ওসি আবদুল্লাহ আল হারুন, কাউন্সিলর বশির উদ্দিন খান, অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত,অ্যাডভোকেট দিলীপ চৌধুরী,জসিম উদ্দিন চৌধুরী,জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রবিন্দ্র লাল চৌধুরী, সারজু মোহাম্মদ নাছের,শওকত হোসেন, তপন দে, আশোক পালিত,প্রদীপ শীল, উজ্বল দাশগুপ্ত, দিপলু দে দিপু,অনুপ চক্রবর্ত, দিলীপ কুমার দে, পলাশ সেন। এছাড়াও উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নদী, পুকুরসহ বিভিন্ন জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।রং ছিটিয়ে, আতশবাজি ফুটিয়ে ও ঢাকঢোল বাজিয়ে বের করা হয় শোভাযাত্রা। ঘূর্ণিঝড় হামুনের ৭ নম্বর বিপদসংকেতের মধ্যে বিরূপ আবহাওয়া উপেক্ষা করে প্রতিমা বিসর্জনে ঢল নামে ভক্তদের। মাকে বিদায় জানাতে এ সময় অনেক ভক্তই অশ্রুসিক্ত হয়ে পড়েন। দুর্গা মা যাতে সব অপশক্তির বিনাশ করে সকলের মঙ্গল করেন এই কামনায় প্রার্থনা করেন তারা। পরে মন্দিরে মন্দিরে সনাতন ধর্মাবলম্বীর নারীরা দুর্গা প্রতিমার সিঁথিতে সিঁদুর দিয়ে মিষ্টিমুখ করিয়ে দেন। এ সময় নারীরা মেতেন ওঠেন সিঁদুর খেলায়। একে অপরের কপালে পরিয়ে দেন দুর্গাদেবীর পায়ে পরানো সিঁদুর। তাদের বিশ্বাস, এই সিঁদুর তাদের পরিবারের সকলের মঙ্গল করবে।
Leave a Reply