বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করুচিপূর্ণ স্লোগান ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল বিষ্কোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।সোমবার বিকেলেকেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দিক নির্দেশনায় রাউজান কলেজ গেট থেকে মিছিলটি বের করে রাঙামাটি মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল হুদা চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক অর্থ সাম্পাদক সেলিম উদ্দিন, রাউজান উপজেলা তাতী দলের আহ্বায়ক নুরনবী,রাউজান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ফরিদ উদ্দিন,বিএনপি নেতা নুরুল আমিন, মুছা,ইউচুফ, জয়নাল মাষ্টার, এরশাদুল ইসলাম, বাহাদুর,দিদারুল আলম ওহাদী, ফজুল আজিম,কাশেম সাওদাগর,আরশাদ,যুবদল নেতা শাহাবুদ্দীন,আইয়ুব,সিরাজ,মোহাম্মদ আলী, ফয়সাল, সরোয়ার সাহেদ, মুছা, বেদার, রুবেল,মুন্না,জানে আলম, নুর কাসেম,ছাত্রদল নেতা এস,এম সাকিব, এজাজ, বাপ্পু, এমরান,সাকু,সজিব,জালাল,হারুন,জাহেদ,বাবলু,আলীআজম,বাসেক,নিশাত,সজিব,ফয়সাল,মুফাসেল, প্রমুখ
Leave a Reply