রুগ্ন, পীড়িত ও অস্বচ্ছল চা শ্রমিকদের জীবন কাহিনী নিয়ে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম এর দর্শক নন্দিত নাটক “বেধুয়া” শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের মিলনায়তনে ৫০ তম মঞ্চায়ন হবে।
অভাব-অনটনে ঘেরা চা শ্রমিক পল্লীতে নিপিড়ন, শোষণ ও প্রেম ভালোবাসার এক সামাজিক চিত্র ফুটে উঠেছে দর্শক নন্দিত এই নাটকে।
নাটকটি রচনা করেছেন নীহারেন্দু কর এবং নির্দেশনা দিয়েছেন তাপস শেখর।
নাটকটিতে অভিনয় করেছেন মীর রেজুয়ান হোসেন টিপু,জাহিদ কবির খান চৌধুরী মাসুম,নাজিম উদ্দীন মামুন, জুয়েনা আফসানা,তাপস শেখর, আসিফ নেওয়াজ,তনয় রাজ মজুমদার,শফিক সোহাগ, অনিন্দিতা শেখর চৈতী,সুপন দেবনাথ ও অনিন্দ্য শেখর।
আলোক পরিকল্পনা করেছেন জয়দ্বীপ দাশ,আবহ সংগীত- টিটু কুমার দাশ ও সাইফুল ইসলাম।
মঞ্চ ব্যবস্হাপনায় রয়েছেন ইয়াসমিন বেগম, ইসরাত নূর মৌ,নিমাই মোহন্ত,নাহিদ নেওয়াজ,লরেন,মিজান পাখাল, মুসতাকিন বিল্ল্যা, ও সোহেল।
Leave a Reply