মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশে রাউজান দক্ষিণ হিংগলা কলমপতি ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে ও কেন্দ্রী পর্ষদ সদস্য শফিউল আলামের ব্যবস্থাপনায় বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক:)’র মাসিক চন্দ্রবার্ষিক ফাতেহা উপলক্ষে আজ্জিমুশান মিলাদ ও জিকির সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার বাদে এশা দক্ষিণ হিংগলা শান্তিনগর এলাকায় শফিউল আলমের বাসভবনে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলমি উদ্দীন। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম সজীব পরিচলানয় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। তকরির করেন রাউজান উপজেলা সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রী পর্ষদ সদস্য শফিউল আলম,রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনচারী, রাউজান উপজেলা সমন্বয়ক আনিসুল খাঁন বারব,মামুন মিয়া,মোহাম্মদ মিনহাজুল আবেদীন, নাজিমুদ্দিন কালু, মোহম্মাদ নাছির উদ্দীন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ, আরমান সিকদার, নাছির উদ্দিন, আবদুল হালিম সেলিম,নুরুল আলম চৌধুরী, রাসেল উদ্দিন, নরুল আলম রনি, কাজী আসলাম, ইখতিয়ার, স্বপন বড়ুয়া,নাছির উদ্দীন,আনোয়ার হোসেন প্রমুখ। সেমা মাহফিল পরিচালনা করেন মরমী শিল্পী জয়নাল আবেদীন। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply