1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নতুন কমিটিকে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির তালুকদারের অভিনন্দন শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন রাউজানের উরকিরচরে শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  রাউজান প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ নির্বাচিত কমিটিকে জামায়াতের অভিনন্দন রাউজানে ৭০৫–মেসার্স রুস্তম ব্রিকসে কাঠ পোড়ানোর মহোৎসব, উজাড় হচ্ছে বনজ সম্পদ ওমান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন রাউজানে সাবেক যুবদল নেতা ও গিয়াস কাদের অনুসারীকে গুলি হত্যাঃ সড়কে অবরোধ করে বিক্ষোভ রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে;সভাপতি প্রদীপ শীল,সম্পাদক নেজাম উদ্দিন রানা।

দীর্ঘ ১৭ বছর বন্ধ হয়ে যাওয়া মধ্যম ফতেহনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর বন্ধ হয়ে যাওয়া নোয়াজিষপুর ইউনিয়নের মধ্যম ফতেহনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু করার উদ্যোগ নেন এলাকাবাসী। এ উপলক্ষে  বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্কুলটি পুনঃ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী, সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী৷ উদ্ভোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহযোগি অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দীন চৌধুরী এফসিএ।নোয়াজিষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও মোহাম্মদ সিরাজ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আলহাজ্ব শাহজাহান কবির মুন্না, আলহাজ্ব মোহাম্মদ আমান উল্লাহ, সমাজসেবক সেলিম উদ্দিন, লোকমান হোসেন মাষ্টার,আবু জাফর চৌধুরী, মুহাম্মদ ইউছুপ মাষ্টার, দিদারুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন  মোহাম্মদ আবু তৈয়ব। উপস্থিত ছিলেন দিদারুল আলম ওয়াহিদী, ফজলুল আজম ছোটন, অজিত কুমার নাথ, এরশাদ, মহসিন আলী, মুহাম্মদ সাকিল,মুহাম্মদ ওমর, মুহাম্মদ গিয়াস প্রমুখ। অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া কোমলমতি শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, মধ্যম ফতেহনগর এলাকায় শিক্ষার আলো ছড়াতে ২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর স্কুলটি তিন বন্ধ করে দেয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আবার এলাকার যুবসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পুনরায় চালু হচ্ছে এই স্কুল। এলাকার যেসব কোমলমতি শিক্ষার্থী রয়েছে তাদেরকে এই স্কুলে ভর্তি করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।  পাশাপাশি এলাকার বিত্তশালী ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট