দীর্ঘ ১৭ বছর বন্ধ হয়ে যাওয়া নোয়াজিষপুর ইউনিয়নের মধ্যম ফতেহনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু করার উদ্যোগ নেন এলাকাবাসী। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্কুলটি পুনঃ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী, সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী৷ উদ্ভোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহযোগি অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দীন চৌধুরী এফসিএ।নোয়াজিষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও মোহাম্মদ সিরাজ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আলহাজ্ব শাহজাহান কবির মুন্না, আলহাজ্ব মোহাম্মদ আমান উল্লাহ, সমাজসেবক সেলিম উদ্দিন, লোকমান হোসেন মাষ্টার,আবু জাফর চৌধুরী, মুহাম্মদ ইউছুপ মাষ্টার, দিদারুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ আবু তৈয়ব। উপস্থিত ছিলেন দিদারুল আলম ওয়াহিদী, ফজলুল আজম ছোটন, অজিত কুমার নাথ, এরশাদ, মহসিন আলী, মুহাম্মদ সাকিল,মুহাম্মদ ওমর, মুহাম্মদ গিয়াস প্রমুখ। অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া কোমলমতি শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, মধ্যম ফতেহনগর এলাকায় শিক্ষার আলো ছড়াতে ২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর স্কুলটি তিন বন্ধ করে দেয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আবার এলাকার যুবসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পুনরায় চালু হচ্ছে এই স্কুল। এলাকার যেসব কোমলমতি শিক্ষার্থী রয়েছে তাদেরকে এই স্কুলে ভর্তি করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। পাশাপাশি এলাকার বিত্তশালী ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply