রাউজানে একই দিনে সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ মে) জুমার নামাজের সময় উপজেলার হলদিয়া ইউনিয়নের গর্জনীয় এলাকা থেকে একটি সিএনজি অটোরিক্সা ও নোয়াজিষপুর ইউনিয়নের ফতেহ নগর আইনুল ইসলাম মাদ্রাসা মাঠ থেকে মোটর সাইকেল চুরি হয়। জানা যায়, স্থানীয় মোঃ আব্দুর রাজ্জাক নামে এক চালক প্রতিদিনের মত অটোরিক্সা নিয়ে উপজেলার বিভিন্ন সড়কে ভাড়ায় চালানোর পর জুমার নামাজ পড়ার জন্য গাড়ি রেখে মসজিদে যায়। নামাজে থাকা অবস্থায় (চট্টগ্রাম-১৩-২১২৩) নম্বরের গাড়ি নিয়ে যায় চোর। একই ভাবে মোহাম্মদ ইসমাইল নামে এক যুবক মাদ্রসা মাঠে গাড়ি রেখে জুম্মার নামাজ পড়তে গেলে মসজিদ থেকে বের হয়ে দেখে তার চট্ট মেট্্েরা-হ ১৮-১৯৪৮ নম্বরের মোটর সাইকেল নেই। গাড়িটি চুরি করে নিয়ে যায় বলে জানান গাড়ির মালিক। তিনি জানান, এ ব্যাপাওে রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। সিএনজি চালক রাজ্জাক জানান, গাড়িটি চালিয়ে জীবিকা নির্বাহ করতো সেই। এ বিষয়ে রাউজান থানায় একটি অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি। এ ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, পৃথক স্থান থেকে দুইটি গাড়ি চুরির ঘটনা শুনেছি। তবে কেউ অভিযোগ দিয়েছে কিনা জেনে জানাতে পারবো।
Leave a Reply