চট্টগ্রামের রাউজানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে রাউজান উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় র্যালী, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া । এতে ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মী ও স্কুল শিক্ষার্থীরা। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার। রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোর্শেদ এর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর, আবদুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন অফিসার শাহ-ই জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা তথ্য কর্মকর্তা সুবর্না সুমাইয়া প্রমুখ।
Leave a Reply