গণ মানুষের সুখ দুঃখের প্রতিচ্ছবি তুলে ধরা ও দুর্নীতি স্বজনপ্রীতি খবরা-খবর নিয়ে প্রতিষ্ঠাতার ১০ বছর অতিক্রম করলো বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদ এর প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে চট্টগ্রামের রাউজানে নানা আয়োজন করে পত্রিকার রাউজান প্রতিনিধি। রোববার (১৩ ফ্রেব্রুয়ারি) দুপুরে এ প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়। রাউজান প্রেসক্লাব কার্যালয়ে ব্যাপক উৎসব মুখর পরিবেশে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দৈনিক আমার সংবাদ এর রাউজান প্রতিনিধি ও রাউজান প্রেসক্লাবের সদস্য লোকমান আনছারীর আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম( দৈনিক সমকাল ও সুপ্রভাত বাংলাদেশ), বিশেষ অতিথি ছিলপন সাবেক সভাপতি প্রদীপ শীল ( চট্টগ্রাম মঞ্চ ও বাংলাদেশ প্রতিদিন ), সহ সভাপতি নেজাম উদ্দিন রানা (ভোরের দর্পন),সাধারণ সম্পাদক এম রমজান আলী(ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবীবী ( সাঙ্গু ও রাউজান প্রতিদিন), অর্থ সম্পাদক হাবিবুর রহমান,(আমাদের সময় ও রাউজান টিভি), সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ,(আমাদের নতুন সময় ও সর্তা টিভি), সাংবাদিক রায়হান ইসলাম ( প্রিয় সময় টিভি) প্রমুখ।
Leave a Reply