রাউজান পৌর এলাকার নন্দীপাড়া এস এম বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা সভা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১১জুলাই মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠান থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত পুর্ণেন্দু বিকাশ নন্দীর সহধর্মিণী ও পুত্রকে সংম্বর্ধনা দেয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর জানে আলম জনি। বিদ্যালয়ের শিক্ষক বাসু কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি শীর্ষেন্দু নন্দী ও কৃষ্ণা নন্দী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর জেবুন্নেসা বেগম, উপজেলা যুবলীগ নেতা তপন দে, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মুহাম্মদ সাইদুল ইসলাম, শিক্ষক অরুন বিজয় দাশ, দিদারুল আলম।
Leave a Reply