
মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৭তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এসজেডএইচএম ট্রাস্টের ৮ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া দাখিল মাদ্রাসায় খতমে কোরআন, জীবনী আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে গহিরা–অদুদিয়া সড়ক প্রদক্ষিণ শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপার কাজী মাওলানা শিহাবুল আলম। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম চৌধুরী।শিক্ষক মোহাম্মদ সুমন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজসেবক হাজি মোহাম্মদ নুরুন্নবী, কাজী হেলাল উদ্দিন, কাজী মাওলানা ফরিদ উদ্দিন, তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, ফোরকান উদ্দিন বাবলু, মোহাম্মদ জুয়েল, মাওলানা মোস্তাফা জামান, মাওলানা হোসাইন, মাওলানা আবদুল হালিম, মাওলানা আবদুর রশিদ, মাওলানা আকবর আলী, মাওলানা আবুল বশর, মাওলানা আনোয়ার আলম, মাওলানা ওয়াহিদুল আলম, মোছা. শামীম আক্তার, কাজী নুসরাত, যীষু মল্লিক, মোহাম্মদ ওয়াসিত, মোহাম্মদ সাব্বির ও আমানত উল্লাহ প্রমুখ।অনুষ্ঠানে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর জীবনী ভিত্তিক আলোচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ছিলেন বিশ্ব মানবতার দিশারী, যিনি তরিকত ও মানবসেবার মাধ্যমে সমাজে নৈতিক জাগরণের বার্তা প্রচার করেছেন।
Leave a Reply