সত্য মন্ত্রের মহা ঋষি মানব প্রেমী মাতৃ সাধক সাধুবাবা শ্রীমৎ তারা চরণ পরমহংস দেব’র ১৪৫তম আবির্ভাব তিথি ও বাসন্তীপূজা উদযাপন উপলক্ষে জীবনবেদ আলোচনা, ধর্মসভা ও অষ্টপ্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহা নামযজ্ঞ আগামী ১১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক সাধারণ সভা রাউজানের পশ্চিম গুজরাস্থ শ্রীশ্রী কৈলাসেশ^রী কালী মন্দির সাধু তারা চরণ সেবাশ্রমে অনুষ্ঠিত হয়। সভায় সাবেক ব্যাংকার মৃদুল পারিয়ালকে সভাপতি ও প্রকৌশলী নোটন প্রসাদ ঘোষকে সাধারণসম্পাদক করে শ্রীশ্রী মৎ সাধু বাবা তারাচরণ পরমহংসদেব’র ১৪৫তম আবির্ভাব তিথি ও বাসন্তী পূজা উদযাপন পরিষদ ২০২৪ গঠিত হয়। কমিটিতে অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি শিবু চক্রবর্তী, সহ-সভাপতি নেপাল কর, শ্রীকান্ত চৌধুরী, বাদল দাশ, জগদীশ চন্দ্র দে, বাদল বনিক, পিন্টু ধর, যুগ্ম-সম্পাদক রুপন বনিক, কাঞ্চন ঘোষ, সুজন ঘোষ, সহ-সাধারণ সম্পাদক জনি বল, রুবেল ঘোষ, ঝুন্টু দাশ, হরি দাস, সঞ্জয় ধর, অর্থ সম্পাদক জনি বনিক, সহ অর্থ সম্পাদক রিমন দত্ত, পিন্টু ধর, লিটন ঘোষ, কার্তিক ঘোষ, সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ বনিক পিন্টু, সহ সাংগঠনিক সম্পাদক মিটন ঘোষ, দীপ্ত দাশ, অজয় ঘোষ পংকজ, রাজীব ধর, অজয় ঘোষ, অভি চৌধুরী, অভি ধর, বটন দে প্রচার ও প্রকাশনা সম্পাদক সুস্ময় চক্রবর্তী, আকাশ দে. প্রান্ত চৌধুরী, জয় দাশ, জুয়েল দে, রিকু বনিক, দপ্তর সম্পাদক পরমেশ^র ধর, সহ দপ্তর সম্পাদক সুমন দাশ, প্রান্ত দে, সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক রাজীব ঘোষ, সহ সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল ঘোষ, সরোজ দাশ, সূপর্ণা দে, মুন্না দে, প্রমি চৌধুরী, শিমলা দাশ, পূর্ণিমা দাশ, প্রিয়াংকা চৌধুরী, নিশি চৌধুরী, পূর্বা ঘোষ, পূর্ণা দে আপ্যায়ন সম্পাদক বাবুল চৌধুরী, সহ আপ্যায়ন সম্পাদক চন্দন দে, রনি দে, গুঞ্জন ধর, জনিনাথ, পূজা অর্চণা সম্পাদক অর্পা দত্ত, সহ পূজা অর্চণা সম্পাদক বিকু দে, ঝুলন দত্ত, আলোক সজ্জা সম্পাদক সমীর চৌধুরী, সহ আলোক সজ্জা সম্পাদক রাজীব ঘোষ, মৃত্যুঞ্জয় বনিক, কাজল দাশ, রন্ধনশালা সম্পাদক বিষ্ণু ধর, সহ রন্ধনশালা সম্পাদক (ভান্ডার) স্বপন বিকাশ ঘোষ, সহ রন্ধনশালা সম্পাদক বরুণ দে, সুমন দে মহিলা সম্পাদক শিমু দে, সহ মহিলা সম্পাদক মুন্নী দে, শান্তা দত্ত, অনজু দে, ভক্তসেবক সম্পাদক লিটন চক্রবর্তী, কিরণ দে, সমীরণ দে, প্রদীপ নন্দী, অসীম ধর, তাপস দাস, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী দীপঙ্কর সরকার, সহ সমাজকল্যাণ সম্পাদক রাকেশ বনিক, চয়ন বনিক রাজু, সুজন চৌধুরী, শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক এড. বিশ^জিত দে, সুবল বিশ^াস, রুপক চক্রবর্তী,উচ্ছাস দাশ শুভ, কীর্তন পরিচালনায় রীনা দে,মুদুল দাশ,রুমা দে, শিউলি দে, মুক্তা দে, অনিতা দে, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুমন চৌধুরী, সুমন দে, কার্তিক দাশ, সার্বিক তত্ত্বাবধানে সঞ্জয় চৌধুরী, রুবেল দেব নির্বাহী সদস্য অপূর্ব দাশ, অশ্রু দে, রুবেন দে প্রমুখ।
Leave a Reply